এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার তাসনিম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিমানে তল্লাশি চালান। উদ্ধার করা স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা।চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি ফ্লাইট থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ২৪ ক্যারেটের এসব স্বর্ণের ওজন ৬ কেজি ৫২৪ গ্রাম।
শনিবার (১২ নভেম্বর) বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।বিমানের ভেতর তল্লাশি চালিয়ে একটি সিটের নিচে এসব স্বর্ণের বার পাওয়া যায়। তবে স্বর্ণের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।