জয়পুরহাট রেলস্টেশনে শুক্রবার (১১ নভেম্বর) ভোরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে কুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
জয়পুরহাট রেলস্টেশনে দায়িত্বরত সান্তাহার রেলওয়ে পুলিশ সদস্য আইয়ুব আলী জানান, ওই শিক্ষার্থী খুলনা থেকে আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে জয়পুরহাট আসছিলেন। ট্রেনটি জয়পুরহাট রেলস্টেশন পার হওয়ার সময় তার খেয়াল হয় এখানে নামতে হবে। পরে চলন্ত ট্রেন থেকে দ্রুত নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।তিনি জানান, পরে রেলওয়ে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জয়পুরহাট রেলস্টেশনে শুক্রবার (১১ নভেম্বর) ভোরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা ফসকে নিচে পড়ে কুয়েটের এক শিক্ষার্থী নিহত হয়েছেন।