চাঁদপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পদ্মা এক্সপ্রেস ও আইডি এক্সপ্রেস পরিবহনকে সাত হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আসন্ন ঈদুল আযহাকে কেন্দ্র করে ঘর মুখে যাত্রীদের হয়রানি বন্ধে বাস টারমিনাল গুলোতে এ অভিযান পরিচালনা করে বিআরটিএ। সোমবার বিকেলে জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর বাস টার্মিনাল ও আশেপাশের বাস কাউন্টার গুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।
এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুইটি পরিবহনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। আসন্ন ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাড়া আদায় বন্ধে ও সড়কের নিরাপত্তা নিশ্চিতে ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রতিটি বাস কাউন্টারে ভাড়ার তালিকা সাঁটানোসহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।