ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার নতুনচর খাড়াকান্দি এলাকার নিরীহ কৃষক আবুল কালামের চার বিঘা ফসলি জমির বেগুন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী কৃষক ও তার পরিবার সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে কৃষক আবুল কালাম বলেন, বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তার বেগুন ক্ষেতে গিয়ে দেখতে পান চারবিঘা জমির সব গাছ কেটে ফেলে রেখেছে। বিষয়টি স্থানীয়দের জানান সাথে সাথে। পরে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যকেও অবগত করে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
তিনি আরও বলেন, প্রায় ২০ লক্ষ টাকার বেগুন চাষ হয় এই জমিতে। লোকজনের কাছ থেকে টাকা ধার করে জমিচাষ করেন এবং ফসল বিক্রি করে তিনি তা পরিশোধ করেন প্রতিবছর। এই ক্ষতিতে তার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই এ বছর।
বেগুন গাছ কেটে ফেলে ফসল নষ্ট করায় দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
স্থানীয়রা জানান, নিরীহ কৃষক আবুল কালাম বেগুনের ফসল প্রতিবছর করেন। তার ফসলের এত বড় ক্ষতি যারা করলো, তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এ বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক মামুনুর রশীদ জানান, জমির ফসল নষ্ট করার বিষয়ে একটি অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।