ভোলা সদর উপজেলায় ট্রলিচাপায় আইয়ুব উদ্দিন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলার উপশহর বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইয়ুব উদ্দিন সদর উপজেলা মধ্য জয়নগর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের মৃত মিনাজ ইউনিয়নের ছেলে।
বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. শেখ ফরিদ উদ্দিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাংলাবাজার চৌরাস্তায় এক চায়ের দোকানে বসেছিলেন ওই বৃদ্ধ। এ সময় ট্রলিটি পাশ দিয়ে যাওয়ার সময় তাকে চাপা দেয়। এতে তার ডান পা ভেঙে যায় এবং মাথাও আঘাত পান। পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
তিনি আরো বলেন, এ ঘটনায় ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে পালিয়েছেন চালক ও হেলপার। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান তিনি।