মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ অপরাহ্ন

চীনের ইয়াংটজি মেমোরি কোম্পানির (ওয়াইএমটিসি) চিপ ব্যবহার বাতিল “অ্যাপল”র

প্রতিনিধির / ১৮৮ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
চীনের ইয়াংটজি মেমোরি কোম্পানির (ওয়াইএমটিসি) চিপ ব্যবহার বাতিল "অ্যাপল"র
চীনের ইয়াংটজি মেমোরি কোম্পানির (ওয়াইএমটিসি) চিপ ব্যবহার বাতিল "অ্যাপল"র

চলতি বছরের শুরুতে চীনের রাষ্ট্র মালিকানাধীন ওয়াইএমটিসির ন্যান্ড ফ্ল্যাশ মেমোরি চিপ ব্যবহারের পরিকল্পনা করে অ্যাপল। সে সময়ে জনসাধারণ এ বিষয়ে অবগতও হয়েছিল। আইফোনে এ চিপ ব্যবহারের পাশাপাশি চীনের বাজারে বিক্রিরও পরিকল্পনা ছিল।অন্যান্য গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুসারে, আইফোন তৈরিতে ওয়াইএমটিসি থেকে প্রয়োজনীয় ৪০ শতাংশ পর্যন্ত চিপ কেনার কথা বিবেচনা করছে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। তবে এ বিষয়ে কোনো প্রতিষ্ঠানই মন্তব্য করতে রাজি হয়নি।

চীনের ইয়াংটজি মেমোরি টেকনোলজিস কোম্পানির (ওয়াইএমটিসি) চিপ ব্যবহারের পরিকল্পনা বাতিল করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

নিক্কেই প্রকাশিত প্রতিবেদনের বরাতে রয়টার্সের খবরে বলা হয়, চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর কাছে প্রযুক্তি ও চিপ সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্র সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গত সপ্তাহে চীনের শীর্ষ মেমোরি চিপ নির্মাতা ওয়াইএমটিসিসহ আরো ৩০টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

মূলত যাদের কার্যক্রম সম্পর্কে ওয়াশিংটন অবগত নয় তাদের এ তালিকায় যুক্ত করা হয়েছে। এ কারণে বেইজিংয়ের সঙ্গে দেশটির উত্তেজনা ও অস্থিরতা আরো বাড়ছে।

অন্যদিকে রফতানি নীতিমালা লঙ্ঘন করে কালো তালিকাভুক্ত হুয়াই টেকনোলজির কাছে চিপ বিক্রি করায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগও ওয়াইএমটিসিকে তদন্তের আওতায় রেখেছে।

একই সঙ্গে চীনে রফতানি নিয়ন্ত্রণের নীতিমালাও প্রসারিত করেছে জো বাইডেনের প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ