চুয়াডাঙ্গায় এক মাদক মামলার আসামের জেল কারাগারে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে চুয়াডাঙ্গা জেল কারাগারে তার মৃত্যু হয়। পরিবারের লোকজন দাবি করেছে দর্শনা থানা পুলিশ তাকে আটক করে অতিরিক্ত মারধরের ফলে তার মৃত্যু হয়। কারণ তিনি আটকের সময় সুস্থ ছিল। তাকে অতিরিক্ত প্রহার করায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছী গ্রামের মরহুম আকবর আলীর ছেলে মহিরুল ইসলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলায় তার শ্বশুর বাড়ি থাকতো। দীর্ঘদিন পর শশুর বাড়ি থেকে রোববার সকাল ১০টার দিকে সে নিজ গ্রামের বাড়িতে আসার পর পরই দর্শনা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। ওই সময় সে সুস্থ ছিল।
মৃতর ভাতিজা সাইদুর রহমান জানান, এটা অস্বাভাবিক মৃত্যু। যখন পুলিশ মহিরুলকে আটক করে নিয়ে যায় তখন তিনি সুস্থ ছিলেন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তার মৃত্যুর খবর শুনে তারা বাকরুদ্ধ হয়ে পড়েন। বিষয়টি তদন্ত হওয়া দরকার বলে তারা জানান।