শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন

ছেলের নামে অপবাদ, প্রতিবাদ করে প্রাণ হারালেন বাবা

প্রতিনিধির / ২৫১ বার
আপডেট : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
ছেলের নামে অপবাদ, প্রতিবাদ করে প্রাণ হারালেন বাবা
ছেলের নামে অপবাদ, প্রতিবাদ করে প্রাণ হারালেন বাবা

লক্ষ্মীপুরে কনেপক্ষের কাছে ছেলের নামে অপবাদ ছড়ানোর ঘটনায় প্রতিবাদ করায় ভাতিজার লাঠির আঘাতে সুজায়েত উল্যা পাটোয়ারী (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের উত্তর বাঞ্চানগর এলাকায় বায়েজীদ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুজায়েত একই বাড়ির মৃত এনায়েত উল্যাহ পাটোয়ারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আগামী সপ্তাহের মধ্যে সুজায়েতের ছেলে সৌরভের বিয়ে হওয়ার কথা ছিল।কিন্তু সুজায়েতের ভাই হানিফ পাটোয়ারী ও ভাতিজা কিরন পাটোয়ারী কনেপক্ষের কাছে সৌরভের বিরুদ্ধে অপবাদমূলক কথা ছড়িয়ে দেন। এ ঘটনার কারণ জিজ্ঞেস করতে গেলে তারা তর্কে জড়িয়ে পড়েন। এরমধ্যেই সুজায়েতকে কিল-ঘুষি মারেন কিরন ও তার বাবা হানিফ। একপর্যায়ে কিরন লাঠি দিয়ে তার মুখমণ্ডলে আঘাত করেন।

এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।সুজায়েতের ভাতিজা আজাদ পাটোয়ারী বলেন, ‘ঘটনার সময় আমার চাচা সুজায়েত পুকুরে গোসল করতে যাচ্ছিলেন। এরমধ্যেই তার সঙ্গে কিরন ও তার বাবা তর্ক-বিতর্ক শুরু করেন। একপর্যায়ে তারা আমার চাচাকে মারধর করেন।এসময় লাঠির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।’লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলর জহিরুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পরপরই আত্মগোপনে চলে গেছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ