ঢাকা ওয়াসার বহুল আলোচিত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ছয় দিনের শিক্ষা সফরে জাপান যাবেন। আগামী ২ থেকে ৭ অক্টোবর পর্যন্ত তার এই সফরের কথা রয়েছে।এ নিয়ে একটি সরকারি আদেশে জারি করেছে ঢাকা ওয়াসা। যেখানে বলা হয়, সফরকারী ব্যক্তিদের যাবতীয় খরচ বহন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। তবে কোন ধরনের শিক্ষা তারা অর্জন করবেন, এতে কিছুই বলা হয়নি।এ সফর প্রসঙ্গে জানা যায়, এ শিক্ষা সফরে যাবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, মন্ত্রীর একান্ত সহকারী সচিব মোহাম্মদ জাহিদ হোসাইন চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী ও ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম।এর আগে চলতি বছর ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান আরব আমিরাত, সিঙ্গাপুর, স্পেন ও নেদারল্যান্ডস ভ্রমণ করেছেন। আগামী মাসেই (অক্টোবর) তার ডেনমার্কের কোপেনহেগেন সফরেও যাওয়ার কথা রয়েছে।