গোয়েন্দা তথ্য বলছে, দুর্গম পাহাড়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ক্যাম্পে প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছে নতুন জঙ্গি সংগঠনটি।বিভিন্ন সংস্থার তথ্যমতে, ভারতের মিজোরাম, মিয়ানমারের চিন হিলয় ও আরাকান সীমান্ত লাগোয়া দুর্গম এলাকায় প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গিরা। কথিত জিহাদসহ চারটি উদ্দেশ্যে কার্যক্রম চালানোর জন্য প্রস্তুত হচ্ছে তারা।
সম্প্রতি ভারত ও মিয়ানমারের সীমান্তঘেষা দুর্গম পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে ঘরছাড়া কিছু তরুণ। নতুন জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দিচ্ছে কেএনএফ নামে একটি সশস্ত্র গোষ্ঠী।দুর্গম পাহাড়ে হচ্ছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার সদস্যদের সশস্ত্র প্রশিক্ষণ। একটি ভিডিও ফুটেজ বম জাতিগোষ্ঠীর একাংশের সংগঠন কেএনএফের ওয়েবসাইটে থাকলেও এর সত্যতা নিশ্চিত করা যায়নি
র্যাব বলছে, পাহাড়ি সংগঠনের ছত্রছায়ায় প্রশিক্ষণ নেয়া জঙ্গিদের নির্মূলে চলছে অভিযান।।
র্যাব গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, আমরা নতুন একটি জঙ্গি সংগঠনের নাম পেয়েছি, তারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে একটি সশস্ত্র সংগঠনে ছত্রছায়ায় অবস্থান করছে। এ ধরনের তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে আমরা যৌথ অভিযান চালাচ্ছি।অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীও।