শিরোনাম:
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

জাতীয় সংসদ থেকে জি এম কাদেরকে বাদ দেওয়ার প্রস্তাব: রওশন এরশাদ

প্রতিনিধির / ২৩৯ বার
আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
জাতীয় সংসদ থেকে জি এম কাদেরকে বাদ দেওয়ার প্রস্তাব: রওশন এরশাদ
জাতীয় সংসদ থেকে জি এম কাদেরকে বাদ দেওয়ার প্রস্তাব: রওশন এরশাদ

জাতীয় সংসদের বিরোধীদলের উপনেতা পদ থেকে জি এম কাদেরকে বাদ দেওয়ার প্রস্তাব যাচ্ছে স্পিকারের কাছে।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এই প্রস্তাব পাঠাচ্ছেন। রওশনপন্থী দায়িত্বশীল সূত্র এ তথ্য জানিয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় সংসদের বিরোধীদলের নেতা বেগম রওশন এরশাদ স্পিকারের কাছে পাঠানো চিঠিতে জাতীয় সংসদের উপনেতা পদে ঢাকা ৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদের নাম প্রস্তাব করেছেন।

গত ১ সেপ্টেম্বর বেগম রওশন এরশাদকে সরিয়ে গোলাম মোহাম্মদ কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা করার সিদ্ধান্ত নেয় জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্যরা।

বিরোধী দলীয় নেতার পদে জি এম কাদেরকে মনোনয়ন দিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন তারা। ওই চিঠির বিষয়ে সংসদ সচিবালয় এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।

জাপা’র একাধিক নেতা জানান, দলীয় সংসদ সদস্যরা বেগম রওশন এরশাদকে তার পদ থেকে সরিয়ে চিঠি দিলেও এ ব্যাপারে অনুমোদন দেওয়ার এখতিয়ার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর।

তবে দলের সংখ্যাগরিষ্ঠ সদস্য কোনও সিদ্ধান্ত নিলে স্পিকার সাধারণত সেটি অনুমোদন করেন।এক্ষেত্রে বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে তার পদ থেকে বাদ দেয়ার প্রক্রিয়াটি বিধি অনুযায়ী হয়নি।

ওখানে তিনটি ভুল রয়েছে। প্রথমত, সংসদীয় দলের বৈঠক ডাকা হয়েছে সেই চিঠির এজেন্ডায় বিরোধী দলের নেতাকে বাদ দেওয়ার বিষয়টি উল্লেখ ছিল না।দ্বিতীয়ত, বৈঠকে সভাপতিত্ব করেছেন উপনেতা জিএম কাদের।

তিনি ওই চিঠিতে স্বাক্ষর করেননি। তৃতীয়ত, স্পিকারের কাছে যে চিঠি দেয়া হয়েছে সেখানে স্বাক্ষর দিয়েছেন চিফ হুইপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ