ভয়াবহ অগ্নিকাণ্ডের ব্যাপক ক্ষতিগ্রস্ত জার্মানির হামবুর্গের একটি হাসপাতাল। আগুনে পুড়ে প্রাণ হারিয়েছে অন্তত ৩ জন। এ ঘটনায় আহত হয়েছে ৩৫ জনের বেশি।এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রবিবার মধ্যরাতে মারিয়েন হাসপাতালের নিচতলা থেকে হঠাৎ ছড়িয়ে পড়ে আগুন। গুরুতর আহত হয় হাসপাতালটির রোগীসহ ৩৫ জনের বেশি মানুষ। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অন্তত ১৮ জন।
আগুন ছড়িয়ে পড়লে জরুরিভাবে খালি করা হয় হাসপাতালটির বেশ কয়েকটি ইউনিট। গুরুতর আহত ২ জনকে চিকিৎসা দিতে পাশের একটি হাসপাতালে নেয়া হয়।