প্রথমবারের মত সিনেমায় জুটি বাঁধতে চলেছেন চিত্রনায়ক ইমন ও অভিনেত্রী মিথিলা। শাহরিয়ার কবিরের কিশোর গোয়েন্দা গল্প অবলম্বনে নির্মিতব্য এ ছবির না ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’। সরকারী অনুদান পাওয়া এই ছবিটি পরিচালনা করবেন লুবনা শারমিন।
ইতিমধ্যে ছবির শুটিং শুরু হয়েছে এবং তাতে অংশ নিয়েছেন মিথিলা। তবে ইমন এতে অংশ নেবেন আগামী ২৮ অক্টোবর।অনেক বছর আগে মিথিলার সঙ্গে টিসিভি ও ‘ঘুম’ নামে একটি নাটকে অভিনয় করেছিলেন ইমন। এরপর আর কাজ করা হয়নি। এই ছবির মধ্য দিয়ে প্রথমবার তাদেরকে দেখা যাবে বড় পর্দায়।
‘পাসওয়ার্ড’ ‘বীরত্ব’ খ্যাত নায়ক ইমন বলেন, এই ছবিতে মেজর জাহিদ চরিত্রে অভিনয় করবো। যে পাহাড়ে গিয়ে বিভিন্ন গোয়েন্দা অ্যাডভেঞ্চারে অংশ নেয়। গল্পটা আমি পড়েছি। নিজেও থ্রিল অনুভব করেছি। তাছাড়া অনুদান ছবি ও মিথিলার সঙ্গে প্রথম কাজ করতে যাচ্ছি। দারুণ কিছু হবে বলে আমি বিশ্বাস করি।