শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন

জ্বালানি স্থাপনায় হামলা চালাতে পারে রাশিয়াঃজেলেনস্কি

প্রতিনিধির / ২৬১ বার
আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
জ্বালানি স্থাপনায় হামলা চালাতে পারে রাশিয়াঃজেলেনস্কি
জ্বালানি স্থাপনায় হামলা চালাতে পারে রাশিয়াঃজেলেনস্কি

নতুন করে ইউক্রেনের জ্বালানি স্থাপনার ওপর রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি নাগরিকদের এ সংক্রান্ত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

জেলেনস্কি বলেন, ‘গত সপ্তাহে রুশ সেনাদের হামলায় বিদ্যুৎ ব্যবস্থাসহ অন্যান্য জ্বালানি স্থাপনা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী সপ্তাহও ঠিক আগের সপ্তাহের মতো কঠিন হতে পারে। ’যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ইউক্রেন প্রস্তুত জানিয়ে প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের প্রতিরক্ষা বাহিনী প্রস্তুত হচ্ছে। গোটা দেশ প্রস্তুত হচ্ছে। আমরা আমাদের অংশীদারদের সঙ্গে সব পরিস্থিতিতে কাজ করেছি।

স্থানীয় সময় রোববার (২৭ নভেম্বর) রাতে এক ভিডিও বার্তায় জেলেনস্কি এমন সতর্কতা দেন।রাশিয়া নতুন হামলার পরিকল্পনা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বুঝতে পারছি যে সন্ত্রাসীরা নতুন হামলার পরিকল্পনা করছে। যতক্ষণ তাদের কাছে ক্ষেপণাস্ত্র থাকবে, দুর্ভাগ্যক্রমে তারা শান্ত হবে না। ’

এদিকে জেলেনস্কির এমন সব এ অভিযোগের পরিপ্রেক্ষিতে মস্কো থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

রাশিয়ার দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় যেন মৃত্যুর নগরীতে পরিণত হয়েছে ইউক্রেন। শুক্রবারের (২৫ নভেম্বর) হামলায় দেশটির খেরসন অঞ্চলে ১০ জন নিহত হয়েছেন। দেশটিতে শীতের তীব্রতা বাড়ছে। তবে এখনো প্রায় ৬০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন থাকায় সামনে ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে বলে সতর্ক করেন জেলেনস্কি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ