ঝিনাইদহের কালীগঞ্জে ২ ঘণ্টার মধ্যে দুই পাগলা কুকুরের কামড়ে সাংবাদিক, ব্যবসায়ী, পথচারীসহ প্রায় ৩৫ জন আহত হয়েছেন।শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৮টার পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।এর মধ্যে ২০ জন কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বাকিরা ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছেন।
কুকুরে কামড়ানোর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে হঠাৎ কুকুরে কামড়ানো রোগীর সংখ্যা বেশি হওয়ায় উপজেলা শহরে টিকা সংকট দেখা দিয়েছে।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর হাসান জানান, সন্ধ্যা থেকে হাসপাতালে কুকুরে কামড়ানো ২০ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। আরও রোগী আসছে। কিন্তু পর্যাপ্ত টিকা না থাকায় তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আগামীকাল শনিবার তাঁদের টিকা দেওয়া হবে।