বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক, টাইগার কাপ্তান মাশরাফি বিন মুর্তজার জন্মদিন আজ ৫ অক্টোবর। ৩৯ পেরিয়ে ৪০ এ পা দিলেন নড়াইল এক্সপ্রেস।
১৯৮৩ সালের এই দিনে রাত ৮টায় নড়াইলের চিত্রা নদীর পাড়ে মহিষখোলা গ্রামে নানার বাড়িতে জন্মেছিলেন এই কিংবদন্তি ক্রিকেটার। মাতামহ ডাকনাম রাখেন কৌশিক। তিনি নড়াইলে এই নামেই সমধিক পরিচিত। নানি-মামাদের কোলে-পিঠেই বড় হয়েছেন। মাশরাফির বাবা গোলাম মর্তুজা ও মা হামিদা মর্তুজা।
বাংলাদেশে ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। যা অবদানেই দেশের ক্রিকেট আজকের অবস্থানে। ক্যারিয়ার শেষ হওয়ার আগেই রাজনীতিতে নাম লিখিয়েছেন ম্যাশ।
বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ-সদস্য (এমপি) হিসেবেও সবার আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি। কাকতালীয়ভাবে একই দিনে তার ছেলে সাহেলেরও জন্মদিন আজ। ২০১৪ সালের এই দিনে ঢাকায় জন্ম তার ছেলের। তাই মাশরাফি নিজেই বেশ কয়েকবার বলেছেন, ভাগ্যবান বাবা তিনি।