উইমেনস এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে পাকিস্তানও। আজ (সোমবার) দুই দল নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে। তবে বৃষ্টির কারণে ম্যাচটি আপাতত বন্ধ রয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিং ধসের মুখে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলীয় ৩ রানেই তিন উইকেট হারায় টাইগ্রেসরা। শারমিন সুলতানা, ফারজানা হক ও রুমানা আহমেদ প্রত্যেকেই ১ রান করে সাজঘরে ফেরেন। দলীয় ২৭ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ১৯ বলে ১ বাউন্ডারিতে ১২ রান করে আউট হন লতা ম-ল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সংগ্রহ ৩০ বলে ১৭ রান। সোবহানা মোস্তারি ২ রান এবং ঋতু মণি ৪ রান করেন।
১৭.৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৫৮ রান। এরপরই শুরু হয় বৃষ্টি। খেলা বন্ধ হওয়ার আগে ২২ বলে ২ বাউন্ডারিতে ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন সালমা খাতুন।