শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

টাঙ্গাইলে ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২

প্রতিনিধির / ২৬৩ বার
আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩
টাঙ্গাইলে ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২
টাঙ্গাইলে ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে এলেঙ্গা-জামালপুর আঞ্চলিক মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি জ্বালানি কাঠ বোঝাই ট্রাকে পিকআপের ধাক্কায় ঘটনাস্থলে একজনসহ দুই গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জুন) রাত ৯টার দিকে কালিহাতী পৌরসভাধীন বাগুটিয়া চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মাইজবাড়ীচর গ্রামের আব্দুল হকের স্ত্রী নিশি (২০) ও তার মা নাসিমা (৪৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। এদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।নিহত নাসিমার ছেলে বিপ্লব জানান, তারা সবাই আশুলিয়া বেরিবাঁধ একটি গার্মেন্টে কাজ করত। ঈদের ছুটিতে বাইপাইল থেকে একটি পিকআপযোগে তিনিসহ তার মা, ভাই, ভাবী, খালা ও খালু মিলে বাড়ি ফিরছিলেন। এলেঙ্গা-জামালপুর সড়কের কালিহাতী উপজেলার চাটিপাড়া এলাকায় পৌঁছালে সড়কের পাশে বাঁকাভাবে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। এসময় সাথে সাথেই আমার ভাবী নিশি মারা যায়।

তিনি আরও জানান, এই পিকআপে প্রায় ২০ জনের মতো যাত্রী ছিল। পরে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে আহতদের কালিহাতী হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মা নাসিমা মারা যায়।কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. এলিন আরাফাত জানান, সড়ক দুর্ঘটনায় ১৫ জন রোগী আহতবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে টাঙ্গাইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং নাসিমা নামের এক নারীর অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় হাসপাতালে মারা গেছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে।এ বিষয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর সাকিব হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় ট্রাক ও পিকআপ জব্দ করে থানায় নেওয়া হয়েছে।’ লাশ দুটি আইনগত ব্যবস্থা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ