দারুণ প্রথম ওভার করলেন তাসকিন আহমেদ। ২ রান দিয়ে নিলেন এক উইকেট।
টেম্বা বাভুমা সাজঘরে ফেরার পরই যেন ছন্দ খুঁজে ফিরে পেল দক্ষিণ আফ্রিকা। তাদের ব্যাটাররা রীতিমতো তুলোধোনা করছিলেন বাংলাদেশের বোলারদের। কিন্তু এরপর নেমে এসেছে বৃষ্টি।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডের সুপার টুয়েলভের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়া অবধি টস জিতে আগে ব্যাট করা প্রোটিয়ারা ৫ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে করেছে ৬০ রান। ১২ বলে ২১ রান করে কুইন্টন ডি কক ও ১৭ বলে ৩৫ রানে অপরাজিত আছেন রাইলে রুশো।ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক সাকিব আল হাসান আস্থা রাখেন তাসকিন আহমেদের ওপর। প্রথম বল ডট দেওয়ার পর দ্বিতীয় বলে দুই রান নেন বাভুমা।
তাসকিনের পরের তিন বলেই কোন রান নেওয়া যায়নি। শেষ বলেই তিনি নেন উইকেট। তার লেন্থ বল উইকেটের পেছনে দাঁড়ানো নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান বাভুমা। ৬ বল খেলে ২ রান করেন প্রোটিয়া অধিনায়ক। এরপর হাত খুলেছেন রুশো ও ডি কক।