শিরোনাম:
গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক প্রচারে নিষেধাজ্ঞা দিলো ট্রাইবুনাল চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় মূল আসামি গ্রেফতার ভারতের পাচারের সময় ৬ হনুমান উদ্ধার সাতক্ষীরাতে ইজরায়েল হামলায় গাজায় আরো ৫০ জনের মৃত্যু নাম না থাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গিয়েও ফিরে এলেন কর্নেল অলি সংখ্যালঘুদের গুটি সাজিয়ে দেশে ঢুকার চেষ্টা আওয়ামীলীগের ভারত সাম্প্রদায়িক আগ্রাসন হলে বাংলাদেশও ছেড়ে কথা বলবে না চিন্ময় ইস্যুতে স্পষ্টভাবে কিছু জানে না মার্কিন প্রশাসন সাভারে দাফন করা ব্যক্তিটি হারিস চৌধুরীই ছিল রোজার সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকার আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২:০১ অপরাহ্ন

টেসলার রোবট ‘অপটিমাস’ দেখালেন ইলন মাস্ক

প্রতিনিধির / ২৮৯ বার
আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
টেসলার রোবট ‘অপটিমাস’ দেখালেন ইলন মাস্ক
টেসলার রোবট ‘অপটিমাস’ দেখালেন ইলন মাস্ক

শিশু যখন হাঁটতে শেখে তখন তার প্রতিটি কদমে এক ধরনের অনিশ্চয়তা দেখা যায়। এই বুঝি পড়ে গেলাম! সেজন্যই হয়তো ছোট ছোট কদমে ধীরে ধীরে পা ফেলতে শুরু করে। ঠিক শিশুর মতোই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার কার্যালয়ে শুক্রবার দেখা মেলে মানব রোবটের হেঁটে আসার দৃশ্য।

মঞ্চের এক পাশে দাঁড়িয়ে ছিলেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ধীর কদমে হেঁটে এসে রোবটটি দর্শকদের উদ্দেশে হাত নাড়িয়ে অভিবাদন জানায়। রোবটটির নাম রাখা হয়েছে অপটিমাস।

প্রতিষ্ঠানটির কৃত্তিম বুদ্ধিমত্তা দিবসে (এআই ডে) টেসলা যে রোবটটি দেখিয়েছে তা আপাতত একটি প্রোটোটাইপ। যা ভারী বস্তু উঠানোসহ নানা কাজ করতে পারে।

হেঁটে আসা রোবটটি একটি প্রোটোটাইপ হলেও মঞ্চে পরে তিনজন মানুষ গিয়ে তার ও অন্যান্য সংযুক্ত যন্ত্রাংশসহ রোবট আনতে দেখা যায়। যা দেখতে মোটেই মাস্কের ভাষ্য অনুযায়ী রোবটের মতো নয়।

কার্যালয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশে মাস্ক বলেন, শুক্রবার তারা যে রোবটটি দেখতে পেয়েছে প্রকৃতপক্ষে এটি আরো বেশি কাজ করতে পারে।

মাস্ক অন্যান্য রোবট ও গবেষণা প্রতিষ্ঠানের সমালোচনা করে বলেন, জাঁকজমক ও আয়োজন করে যে রোবটগুলো দেখানো হয় সেগুলোর আসলে ‘ব্রেন’ থাকে না। নিজে থেকে চলার মতো কৃত্তিম বুদ্ধিমত্তা না থাকার কথাও বলেন তিনি। তবে অপটিমাসের মাধ্যমে তিনি কিছু এআইয়ের নমুনা দেখান।

তবে নতুন এই রোবট নিয়ে সমালোচনাও করতে দেখা গেছে। মঞ্চে দেখানো নমুনায় এআই গবেষক ফিলিপ পিকনিউস্কি সন্তুষ্ট হননি। তিনি টুইটারে লিখেছেন, এটি বেশ তামাশার এবং সম্পূর্ণভাবে ‘স্ক্যাম’।

মাস্ক জানান, এই প্রথম রোবটটি কোনো সাহায্য ছাড়াই হেঁটেছে। টেসলার লক্ষ্য কি তা জানিয়েছেন মাস্ক। তিনি জানান, এমন রোবট তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি যা কাজের ক্ষেত্রে অতিমাত্রায় সক্ষম হবে। আর রোবটটি তৈরি ও বাজারজাত করা হবে অধিক হারে। যা লক্ষাধিকও হতে পারে। এর মূল্য হবে একটি গাড়ির দামের চেয়েও কম।

দামের ধারণা দিয়ে মাস্ক জানান, ২০ হাজার মার্কিন ডলারের কম হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ