ট্যাক্স ও ভ্যাট আদায় করতে গিয়ে অতিরিক্ত সময় লাগার কারণে কোনও জাহাজের মালামাল যাতে নষ্ট না হয়, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ট্যাক্স দিতে সময়ক্ষেপণ করে যাতে জাহাজের মালামাল নষ্ট হয়ে না যায়, মালামাল বন্দরে পড়ে না থাকে, সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কীভাবে এই হয়রানি বন্ধ করা যায় তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বসে মন্ত্রিপরিষদ সচিবকে সিদ্ধান্ত নিতে বলেছেন সরকারপ্রধান।