স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এন্টিবায়োটিকের অপব্যবহার বন্ধে নতুন আইন হচ্ছে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ফার্মেসি এন্টিবায়োটিক বিক্রি করলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।
মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, এন্টিবায়োটিক একটি নিরব ঘাতক। যত্রতত্র এন্টিবায়োটিক ব্যবহারের কারণে প্রতি বছর বিশ্বে ১৫ লাখ মানুষ মৃত্যবরণ করছে। বাংলাদেশেও এর ক্ষতির পরিমাণ বাড়ছে। ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক গ্রহণ, পরিমাণ মত সেবন না করা এবং উচ্চমাত্রার এন্টিবায়োটিক গ্রহণের কারণে দীর্ঘ মেয়াদে জনস্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। খ্যাদ্যে ও মাছ-মাংসে এন্টিবায়োটিক এর উপস্থিত পাওয়া যাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আইনের দুর্বলতা রয়েছে। নতুন আইন হচ্ছে এন্টিবায়োটিক এর ব্যবহার নিয়ন্ত্রণে। সেই সাথে সচেতনতাও বাড়াতে হবে