ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপ ব্যবহার করতে এখন থেকে ফি দিতে হবে। ব্যবহারকারীদের থেকে মাসে ১২৫ টাকা করে চার্জ নেবে ডিএসই। সম্প্রতি এক বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদ খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার স্টক ব্রোকারদের কাছে পাঠানো ডিএসইর চিঠি থেকে এ তথ্য জানা গেছে।এতে বলা হয়, ডিএসই মোবাইল অ্যাপের নতুন ব্যবহারকারীকে চলতি জুলাই মাস থেকে ১২৫ টাকা মাসিক চার্জ দিতে হবে। তবে যারা আগে থেকেই অ্যাপটি ব্যবহার করছেন তাদেরকে আগামী ডিসেম্বর পর্যন্ত এই ফি দিতে হবে না।
অ্যাপটি ব্যবহার করতে ব্রোকারেজ হাউসগুলোকে ডিএসই থেকে সংযোগ নিতে হবে। এরপর ওই হাউসের অধীনে নিবন্ধন করে ব্যবহারকারীরা অ্যাপটি চালাতে পারবেন।২০১৬ সালে ডিএসই অ্যাপটি চালু করে। এতদিন কোনো খরচ ছাড়াই এর পরিষেবা নেওয়া গেছে। তবে প্রত্যেক ব্যবহারকারীর জন্য অ্যাপ ভেন্ডরকে মাসে এক ডলার করে দিতে হতো। সম্প্রতি এক বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদ খরচ কমাতে এখন থেকে অ্যাপ ব্যবহারকারীদের কাছ থেকে চার্জ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে।
দেশের অনেক ব্রোকারেজ ফার্মের নিজস্ব ট্রেডিং অ্যাপ রয়েছে। এছাড়া কিছু ফার্ম যৌথভাবে লেনদেনের অ্যাপ তৈরি করেছে। এসব অ্যাপ ব্যবহারের জন্য কোনো চার্জ দিতে হবে না।প্রসঙ্গত, দেশের প্রধান শেয়ারবাজার দীর্ঘ দিন ধরে আইটি সমস্যায় ভুগছে। ২০২২ সালে ডিএসই বেশ কিছু প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছিল। সে সময় কয়েক ঘণ্টার জন্য লেনদেন বন্ধ রাখতে হয়েছিল।