শিরোনাম:
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

প্রতিনিধির / ২৬২ বার
আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট

বৃষ্টির পানি জমে থাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। রোববার (২ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টঙ্গী পর্যন্ত সড়কে যানজট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন বিভিন্ন গন্তব্যের দিকে রওনা হওয়া সাধারণ মানুষজন।

এদিকে গাজীপুরের বোর্ডবাজার, চেরাগআলী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত যানচলাচলে ধীরগতি রয়েছে।

সাধারণ মানুষ বলছেন, শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া বৃষ্টির পানি সড়কের বিভিন্ন স্থানে জমে রয়েছে। এছাড়া সড়কে খানাখন্দক থাকায় এবং বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় যানজটের সৃষ্টি হয়েছে। টঙ্গী স্টেশন রোড থেকে এয়ারপোর্ট পর্যন্ত কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। সাধারণ মানুষ পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন। টঙ্গীর মিলগেট থেকে গাজীপুরমুখী একলেনে ধীরগতিতে গাড়ি চলাচল করলেও অন্য লেন বন্ধ রয়েছে।

এরশাদ নগর এলাকার আব্দুল হাকিম বলেন, ‘নিকুঞ্জতে অফিস টাইম ছিল সাড়ে ১০ টায় অথচ এখনো টঙ্গী পার হতে পারিনি। আড়াই ঘণ্টা ধরে রাস্তায় রয়েছি। খবর নিলাম এয়ারপোর্ট পর্যন্ত যানজট। এখন ফিরে যাওয়া ছাড়া উপায় নেই।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আবু সায়েম নয়ন বলেন, ‘এয়ারপোর্ট এলাকায় উভয়মুখী রাস্তায় বৃষ্টির পানি জমার কারণে একলেনে গাড়ি চলাচল করছে। ফলে ট্রাফিক চেইন সিস্টেমে জিএমপি এরিয়ার ঢাকামুখী রাস্তায় যানবাহনের ধীর গতি রয়েছে। তবে এয়ারপোর্টের রাস্তার সমস্যার কারণে জিএমপির ময়মনসিংহমুখী ইনকামিং এ ধীরগতি থাকা স্বত্বেও জিএমপির অভ্যন্তরে ময়মনসিংহ মুখী রাস্তায় যান চলাচল একদম স্বাভাবিক রয়েছে। এক্ষেত্রে মহাসড়কটির ঢাকামুখী রাস্তা ব্যবহারকারীরা সাময়িক অসুবিধায় পড়বেন।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ