শনিবার (২৯ অক্টোবর) ৮ দিনের সফরে পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় আসেন সিনেটর এডওয়ার্ড এম কেনেডির ছেলে এবং প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাগ্নে এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত কেনেডি পরিবারের সদস্যরা। রোববার (৩০ অক্টোবর) গণভবনে মার্কিন দূতাবাস কর্তৃক বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কুটনৈতিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এডওয়ার্ড এম কেনেডি জুনিয়র ও তাঁর পরিবার বর্গ সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎ শেষে ধানমন্ডি-৩২ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন তারা।
এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ধানমন্ডির ৩২ নম্বর পুরোটা ঘুরে ঘুরে দেখেন কেনেডি পরিবারের সদস্যরা। সেখানে থেকে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে যাওয়ার কথা রয়েছে তাদের।