সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ পূর্বাহ্ন

তরুণ গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল আর নেই

প্রতিনিধির / ১৯৮ বার
আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
তরুণ গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল আর নেই
তরুণ গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল আর নেই

গান লেখার পাশাপাশি সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত ছিলেন ওমর ফারুক বিশাল। সবশেষ নিউজ-জি’তে কর্মরত ছিলেন তিনি।

তরুণ গীতিকবি ও সাংবাদিক ওমর ফারুক বিশাল আর নেই। মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিক নিজ শহর নরসিংদী থেকে মোটরসাইকেলে করে ঢাকায় ফেরার পথে তার বাইকটিকে একটি কাভার্ড ভ্যান চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন ওমর ফারুক বিশালের চাচাতো ভাই মামুন।

তিনি জানান, এক বন্ধুর মোটরসাইকেলে করে সকালে ঢাকায় রওয়ানা দেন বিশাল। তিনি বসে ছিলেন পেছনের সিটে। আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মরজাল বাস স্ট্যান্ডের পাশে তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয় একটি কাভার্ড ভ্যান। সেখানেই প্রাণ হারান বিশাল। তার বন্ধুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। গত কয়েক বছর ধরে নিয়মিত গান লিখছিলেন ওমর ফারুক বিশাল। ওপার বাংলার জনপ্রিয় শিল্পী অনুপম রায়, বাংলাদেশের তাহসান খান, সাব্বির নাসিরসহ আরও অনেকেই কণ্ঠ দিয়েছেন তার লেখা গানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ