তানজানিয়ার বুকোবা বিমানবন্দরের কাছে যাওয়ার সময় একটি প্রেসিশন এয়ারের বিমান ভিক্টোরিয়া হ্রদে বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে কতজন লোক ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, তারা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানে না। তানজানিয়া ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে রোববার (৬ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।বেশিরভাগ সংবাদ প্রতিবেদনে ভিক্টোরিয়া হ্রদে ডুবে থাকা বিমানের ছবি দেখানো হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।