বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি আসামিদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগ করতে হবে। রাজধানীর কদমতলীতে বাসায় ঢুকে দুই কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ প্রমাণ হওয়ায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সোহেল বেপারী, রানা বেপারী ও মো. আক্তার আলী। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় সজল (পলাতক) নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর কদমতলী থানার নোয়াখালী পট্টির গেসুর বাড়ির ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মাদবরে বাড়িতে মামলার আসামি ও দুই ভিকটিম পরিবারসহ ভাড়া থাকতেন। ২০২০ সালের ৮ অক্টোবর রাত ১০টার দিকে আসামিরা সুযোগ বুঝে ভাড়া থাকা দুই ভুক্তভোগীর বাসার দরজায় নক করেন। বাসার দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে বাসার দরজা লাগিয়ে দলবেঁধে ধর্ষণ করেন।
পরদিন এক ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে কদমতলী থানার পুলিশ চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।২০২১ সালের ১৫ সেপ্টেম্বর আসামিদের অভিযুক্ত করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। এক বছরে অভিযোগপত্রের ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য শুনে বৃহস্পতিবার রায় দিল আদালত।