তুরস্কের একটি কয়লাখনিতে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত ও অন্য ১৭ জন আহত হয়েছে। শুক্রবার রাতে তুরস্কের বারতিন এলাকার একটি কয়লাখনির গভীরে ওই বিস্ফোরণ ঘটে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাররেতিন কোকা জানিয়েছেন।
কোকা জানিয়েছেন, আহতদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ট্রান্সফরমার থেকে এই বিস্ফোরণ ঘটে।
দুর্ঘটনার সময় খনির অভ্যন্তরে ১১০ শ্রমিক কাজ করছিলেন। এদের মধ্যে ৪৯ জন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অংশে ছিল। উদ্ধাকারীরা অনেককে উদ্ধার করেছে।