আগামী ৭ অক্টোবর থেকে নিউজিল্যান্ডের মাটিতে শুরু হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ উপমহাদেশের আরেক দল পাকিস্তান। ত্রিদেশীয় সিরিজের অপর দল স্বাগতিক নিউজিল্যান্ড।
বাংলাদেশ-পাকিস্তান মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।
রোববার (২৫ সেপ্তেম্বর) নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) সিরিজের পূর্নাঙ্গ সূচি ঘোষনা করেছে। সিরিজের সবগুলো ম্যাচই হবে ক্রাইস্টচার্চে।