বিপিএলে ঢাকা ফ্রাঞ্চাইজি নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। গত আসরের মতো এবারো শেষ মুহূর্তে এসে ঢাকা ফ্রাঞ্চাইজি নিয়ে বিপাকে বিসিবি। অবাক করা বিষয় হলো- গত আসরেও এই রূপা ফেব্রিক্সই শেষ মুহূর্তে এসে মালিকানা ছেড়ে দিয়েছিল।
ঢাক-ঢোল পিটিয়ে নতুন রূপে বিপিএল আয়োজনের ঘোষণা দিয়েছিল বিসিবি। তবে দিনশেষে যেই লাউ সেই কদু। খেলা মাঠে গড়ানোর আগেই সঙ্গী হলো বিতর্ক। তবে এই আর নতুন কী, বিতর্ক আর বিপিএল দুটো যেন ওতপ্রোতভাবে জড়িত। দল গঠনের এক দিন আগেই নাটকীয়ভাবে ঢাকার মালিকানা ছেড়ে দিল রূপা গ্রুপ।
নতুন শুরুর পথে হাঁটতে আগামী তিন আসরের জন্য ফ্রাঞ্চাইজি নিশ্চিত করেছিল বিসিবি। তবে দল গঠনের আগেই বড় ধাক্কা খায় বিসিবি। বিসিবি’র নির্দেশনা মেনে গ্যারান্টি ফি জমা দেয়নি ঢাকা দলের দায়িত্ব নেয়া প্রগতি গ্রুপ। ফলে তাদেরকে বাদ দিয়ে নতুন মালিক হিসেবে রূপা গ্রুপকে খুঁজে নেয় বিসিবি। কিন্তু নিলামের এক দিন আগেই মালিকানা ছেড়ে দিল তারা।
ফলে রাজধানীর দলটি আদৌ বিপিএলে খেলবে কিনা তা নিয়েও তৈরী হয়েছে শঙ্কা। তবে এখনো আশা ছাড়ছে বিপিএল গভর্নিং কাউন্সিল। কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বলেন, ‘রুপা ফ্যাব্রিকসকে বিপিএলে পাওয়া যাচ্ছে না। নতুন কাউকে আমরা খুঁজছি। ড্রাফটের আগেই নতুন কারো নাম জানাতে পারবো বলে আশা করছি।’