বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাজার খোলার আগে প্রতি ডলারের দাম ৬ দশমিক ৯৭৯৮ নির্ধারণ করে দেয় চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপল’স ব্যাংক অব চায়না (পিবিওসি)। আগের সেশনের চেয়ে যা ২৬২ পাইপ (পার্সেন্ট ইন পয়েন্ট) বা শূন্য দশমিক ৩৮ শতাংশ কম। ২০২০ সালের ৪ আগস্টের পর যা সর্বনিম্ন।
আরেক দফায় ৭৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। আগামীতেও তা বাড়ানোর আভাস দিয়েছে তারা। এতে দেশটির মুদ্রা ডলারের দাম বেড়েছে।ফলে চীনের মুদ্রা ইউয়ানের মূল্য হ্রাস পেয়েছে। গত ২৭ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মিজুহো ব্যাংকের এশিয়ার প্রধান এফএক্স কৌশলবিদ কেন চিয়ুং বলেন, ফেডের ঘোষণার পর ডলার আরও শক্তিশালী হয়েছে। এতে ইউয়ানের দরপতন ঘটেছে।বার্কলেসের এফএক্স কৌশলবিদ লেমন ঝ্যাং এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেন, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ইউয়ানের মূল্য আরও হ্রাস পাবে। প্রতি ডলার কিনতে খরচ হতে পারে ৭ দশমিক ১৫ ইউয়ান।