পাবনায় মহাসড়কের পাশ থেকে ওষুধের কার্টনের ভেতরে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন লোকজন ওই স্থানে একটি ওষুধের মোড়ক পড়ে থাকতে দেখে এগিয়ে যায়। ওষুধের মোড়কটি খুলে ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতকের মরদেহ দেখতে পায়। স্থানীয়রা বিষয়টি পুলিশে জানান।
পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নবজাতকের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও দাবি করেন, সোমবার রাতে কে বা কারা এই নবজাতককে এখানে ফেলে রেখে যেতে পারে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।