নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় প্রাণহানি সংখ্যা ২০০ ছাড়িয়েছে। দেশটির মধ্যঞ্জলিও শহরে বন্যায় আরো পাঁচ শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছে জাতিসংঘ। সোমবার স্থানীয় কর্মকর্তাদের এ তথ্য জানায় বিবিসি নিউজ। গত বৃহস্পতিবার আকস্মিক বন্যা দেখা দেয়ার পর থেকে কয়েকশ উদ্ধারকর্মে উদ্ধার অভিযানে নামেন। তবে বর্তমানে আর কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা না থাকায় বন্ধ করে দেয়া হয়েছে উদ্ধার অভিযান।
গত ৬০ বছরে অঞ্চলটিতে এটিই সবচেয়ে ভয়াবহ বন্যা। টানা ভারী বর্ষণের কারণে মোকওয়ার টিফিন মাজা ও আনগুয়ান হাউসাওয়া এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। রোগের বিস্তার ঠেকাতে শিগগিরই উদ্ধারকৃত মৃতদেহ দাফনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মোকওয়ার জেলা প্রধান মুহাম্মদ আলী।