বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন

নাটোরে অটোভ্যান উল্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির / ১৯৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
নাটোরে অটোভ্যান উল্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
নাটোরে অটোভ্যান উল্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নাটোরের সিংড়া উপজেলায় ব্যবহারিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার বিকালে উপজেলার কলম ইউনিয়নের নূরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই ইউপির চেয়ারম্যান মইনুল ইসলাম চুনু।

নিহত ফারজানা একই ইউনিয়নের কালীনগর গ্রামের ওমর ফারুকের মেয়ে।

ফারজানার স্কুল সিংড়া নূরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোহিনূর বেগম জানান, সিংড়া দমদমা পাইলট স্কুল এ্যান্ড কলেজে এসএসসি ব্যবহারিক পরীক্ষা শেষে বিকালে ব্যাটারিচালিত অটোভ্যানে বাড়ি ফিরছিল ফারজানা।

“পথে নূরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে অটোভ্যানের নিচে চাপা পড়ে ফারাজানা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

ফারজানা মেধাবী ছাত্রী ছিল বলেও জানান এই শিক্ষক।

এ দুর্ঘটনার বিষয়ে মুঠোফোনে সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, তিনি বিষয়টি শুনেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ