গোডাউনের থাকা শ্রমিকরা জানান, সামনের গোডাউন থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জের আমিননগরের কদমতলী রোডে শামিম জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটেছে। রাত ২টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস।আগুন নিয়ন্ত্রণে ২টা ৩০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে যায়। পরে একে একে আটটি ইউনিট যোগ দেয়।
বিষয়টি নিশ্চিত করে ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম বলেন, শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোন ঘটনা ঘটেনি। আটটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া আগুনের সূত্রপাতও প্রাথমিকভাবে জানা যায়নি।