নারায়ণগঞ্জের সোনারগাঁ ও আড়াইহাজার উপজেলায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
গতকাল মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর মধ্যে সোনারগাঁয়ের আটটি গ্রামের সাড়ে ৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে গ্রামবাসী তাৎক্ষণিকভাবে রাস্তায় নেমে আসেন।
প্রায় ৫ হাজার বাসিন্দা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এক পর্যায়ে তিতাসের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা দলের সদস্যরা এলে তাঁদের অবরুদ্ধ করে রাখা হয়।
বিক্ষোভের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিলে বিকেল সাড়ে ৩টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এসব গ্রামের অন্তত ৫ হাজার নারী-পুরুষ রাস্তায় নেমে আসেন। তাঁরা গ্যাস সংযোগ বৈধ এবং এ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংযোগ চালু রাখার দাবি জানান।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আড়াইহাজারে ১ হাজার সংযোগ বিচ্ছিন্ন : এদিকে, গতকাল আড়াইহাজারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার গোপালদী পৌরসভার মৌলভীবাজার ছাড়াও আশপাশের প্রায় ১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
স্থানীয় সূত্র জানায়, তিতাস কর্তৃপক্ষ গতকাল দুপুর দেড়টার দিকে সোনারগাঁয়ের পিরোজপুর, জৈনপুর, ছয়হিস্যা, ভাটিবন্দর, রতনপুর, ভবনাথপুর, টেকপাড়া, জিয়ানগর গ্রামের অবৈধ প্রায় সাড়ে ৩ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে।
এই অভিযানে নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইব্রাহিম মিয়া। পরে প্রকৌশলী সুরুজ আলম সাংবাদিকদের জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁরা সাড়ে ৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন।