ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং প্রদর্শনী করলো পাকিস্তান ক্রিকেট দল। দীর্ঘ ৩৫ ম্যাচ পর টি-টোয়েন্টিতে কোনো ওয়াইড বা নো বল ছাড়া ইনিংস শেষ করলো তারা। যার সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক নিউজিল্যান্ড।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ব্যাট করতে নামা কিউই টপঅর্ডার ব্যাটারদের কেউই হাত খুলে খেলতে পারেননি। শেষ দিকে মার্ক চ্যাপম্যান ১৬ বলে ৩২ রানের ইনিংস খেলায় ১৪৭ রানে পৌঁছেছে নিউজিল্যান্ডের সংগ্রহ। টানা দ্বিতীয় জয় পেতে পাকিস্তানের প্রয়োজন ১৪৮ রান।
অভিজ্ঞ ওপেনার মার্টিন গাপটিল থাকার পরেও একাদশে সুযোগ দেওয়া হয়েছে ফিন অ্যালেনকে। তবে কাজে লাগাতে পারেননি তিনি। ইনিংসের তৃতীয় ওভারে ৮ বলে ১৩ রান করে বিদায় নেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে রানের গতি বাড়াতে পারেননি কেইন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে।
শেষ পর্যন্ত দুজনের ৮.৪ ওভারের জুটিতে আসে ৬১ রান। সাজঘরে ফেরার আগে কনওয়ে করেন ৩৫ বলে ৩৬ রান, উইলিয়ামসন ৩১ রান করতে খেলেন ৩০ বল। চার নম্বরে নামা গ্লেন ফিলিপসও হাত খুলে খেলতে পারেননি। তিনি ১৭ বলে করেন ১৮ রান।
তবে মার্ক চ্যাপম্যান তিন চার ও দুই ছয়ের মারে ১৬ বলে ৩২ রানের ইনিংস খেললে দেড়শ ছুঁইছুঁই সংগ্রহ দাঁড়ায় কিউইদের। ইনিংসের ১৯তম ওভারে মাত্র ৫ রান দিয়ে ৩ উইকেট নিয়ে স্বাগতিকদের বেশি দূরে যাওয়া থেকে আটকে রাখেন হারিস রউফ।
সবমিলিয়ে ৪ ওভারে ২৮ রান খরচায় হারিসের শিকার ২ উইকেট। আরেক পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ২০ রানে নিয়েছেন দুই উইকেট। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজ দুই উইকেট নিলেও চার ওভারে খরচ করেছেন ৪৪ রান।