বরিশালের গৌরনদীতে নিজের তৈরি ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে তানভীর আহম্মেদ (২৪) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।তানভীর আহম্মেদ উপজেলা শহরের শাওড়া এলাকার মো. শাহ্ আলম হাওলাদারের ছেলে। তিনি মাদারীপুরের কালিকিনি উপজেলার উত্তর রমজানপুর ড. আব্দুল গোলাপ সোবাহান পলিটেকনিক্যাল কলেজের ছাত্র।
তানভীরের চাচাতো ভাই তানিম আহম্মেদ জানান, তানভীরদের ৪০ শতাংশ জমি আমনের আবাদ করা হয়েছে। ইঁদুর ধানগাছ কেটে ফাঁকা করে ফেলছে। ইঁদুর থেকে ফসল বাঁচাতে সোমবার সন্ধ্যায় তানভীর ধানক্ষেতের চারপাশে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ দেন।
ওই ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। এরপর রাত ৮টার দিকে ফাঁদে বিদ্যুৎ এসেছে কি-না দেখতে গিয়ে অসাবধানতাবশত তানভীর বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরনদী থানার এসআই মো. নাসির জানান, তানভীরের মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। ময়নাতদন্ত ছাড়াই তানভীরের মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।