নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় জাহাজমারা ইউনিয়নের জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। তিনি বলেন সন্ধ্যায় জাহাজমারা বাজারে আমাদের নেতাকর্মীদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে বিএনপি’র সিন্ডিকেট। তারা তারেক রহমানের নাম বিক্রি করে চাঁদাবাজি করে বাজারে।
এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে রাত সাড়ে ৮টা থেকে জাহাজমারা বাজারে সড়কে (ওছখালি-জাহাজমারা সড়ক) অবস্থান কর্মসূচি পালন করছে এনসিপির কর্মী-সমর্থকরা। এক পর্যায়ে সেখানেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে প্রায় ১০টার দিকে আন্দোলনকারীরা সরে যায়।
৫ আগস্টের পর থেকে বিএনপি নামধারী সন্ত্রাসীরা হাতিয়ায় চাঁদাবাজির সিন্ডিকেট গড়ে তুলেছে। আমার ঘোষণা ছিল এসব চাঁদাবাজি বন্ধ করতে হবে। জনগণ আমাদের ডাকে সাড়া দিয়েছে। সেই বিএনপি নামধারী চাঁদাবাজরা আজ আমার পথসভায় হামলা চালিয়েছে।
অভিযোগের বিষয়ে হাতিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভীর আহমেদ রাজিব বলেন, এনসিপি নেতা আবদুল হান্নান মাসউদ আওয়ামী লীগ-সমর্থিত পলাতক সন্ত্রাসীদের নিয়ে জাহাজমারা বাজারে মিছিল করতে গেলে বিএনপি নেতাকর্মীরা তাতে বাধা দেয়। শুনেছি এ সময় হাতাহাতির ঘটনা ঘটেছে।