বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় নিজ মরিচ ক্ষেত থেকে সাহেব আলী নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে, সকালে ওই উপজেলার বুড়ইল ইউনিয়নের পোতা গ্রামের মরিচ ক্ষেতের পাশের একটি ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাহেব আলী একই গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) খায়রুল ইসলাম।
তিনি বলেন, নিজের মরিচ ক্ষেত পাহারা দেওয়ার জন্য রাতে বাড়িতে যাননি সাহেব আলী। আবাদি জমির পাশে তৈরি করা এক ঘরেই ছিলেন তিনি। সকালে ওই ঘরে তাকে অচেতন অবস্থায় দেখতে পান স্থানীয় কৃষকরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালে পাঠায়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান তিনি।