শনিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টায় কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু করে বিএনপি।বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত হওয়ায় নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগেই বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে।
মঞ্চে অবস্থান করা বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ ইত্তেফাককে বলেন, সিনিয়র নেতারা মঞ্চে আসর আগেই সমাবেশস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। তাই বেলা ১১টায় পবিত্র কোরআন তেলোয়াতের পর স্থানীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে সমাবেশ শুরু করা হয়েছে।তিনি বলেন, দুপুরে দলের মহাসচিবসহ অন্যান্য অতিথিরা সেখানে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।
এ দিকে, বেলা যতই বাড়ছে সমাবেশস্থলে নেতা-কর্মীদের ভিড় ততই বাড়ছে। বঙ্গবন্ধু উদ্যানে স্থান না হওয়ায় মিছিল সহকারে আশেপাশের সড়কগুলোতে অবস্থান নিতে দেখা গেছে নেতা-কর্মীদের। এসব নেতা-কর্মীদের হাতে বিভিন্ন নেতাদের ছবি সংবলিত প্লাকার্ড লক্ষ্য করা গেছে।