শিরোনাম:
খন্দকার আইটির প্রতিষ্ঠাতা, খন্দকার মোঃ আলমগীর হোসেন- এর জন্মদিন আজ কিশোরগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি’র নেতাকর্মীদের সংঘর্ষে চারজন আহত মিরপুরে গুলি করে টাকা ছিনতাই এর ঘটনায় ছয় জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ মুশফিক শান্তর জোড়া সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ট্রাম্পের হুমকির পর খামেনির বার্তা বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও বাংলাদেশের কোন ভয় নেই বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ইসরাইলি হামলায় তেহরানে বাংলাদেশী দূতাবাস কর্মকর্তার বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইলি হামলায় গাজায় এক দিনে ৯০ জনের মৃত্যু পাবনায় গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী একটি স্কুলছাত্রের মৃত্যু হবিগঞ্জের নয় বছরের শিশুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

নেইমার মনে করেন ফুটবল ইতিহাসে খোদাই করা হয়ে গেছে তার নাম

প্রতিনিধির / ৩১৬ বার
আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২
নেইমার মনে করেন ফুটবল ইতিহাসে খোদাই করা হয়ে গেছে তার নাম
নেইমার মনে করেন ফুটবল ইতিহাসে খোদাই করা হয়ে গেছে তার নাম

আলোচনা-সমালোচনা ব্রাজিলিয়ান ফুটবলার নেইমারকে নিয়ে দুটোই চলে সমান তালে। তবে নেইমার যে প্রতিভাবন সেকথা অনেকেই মানেন। কিন্তু ফুটবল ইতিহাসে নেইমারের নাম লেখা হয়ে গেছে কিনা সে নিয়ে বিস্তর আলাপ আছে।তবে নেইমার মনে করেন ফুটবল ইতিহাসে খোদাই করা হয়ে গেছে তার নাম। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’কে দেওয়া সাক্ষাৎকারে নেইমার নিজেকে ইতিহাসবদ্ধ ফুটবলার হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি আনন্দে থাকা মানুষ।

আমি নিজেকে নিয়ে কথা বলতে পছন্দ করি না। আমি নিজেকে সেরা বলতে পছন্দ করি না। আমি ফুটবল খেলতে পছন্দ করি, জিততে পছন্দ করি। প্রতিদিন আরেকটু ভালো হতে চাই। আমি সতীর্থদের সাহায্য করতে চাই। এটাই আসল। আমি আশা করি, আমার নামটা ফুটবল ইতিহাসে খোদাই করা আছে। যদি ফুটবলে না-ও হয়, কারও জীবনে নিশ্চয়ই আছে।’

নেইমারের মতো তাকে নিয়ে যারা সমালোচনা করেন, তারা সবকিছু না জেনেই করেন। তিনি কী পরিস্থির মধ্য দিয়ে যান, সেকথাও নাকি কেউ জানে না। তার কষ্ট আঁচ করতে পারা মানুষের সংখ্যাও কম।

আর ফুটবলটা নিজের জন্যই খেলেন জানিয়ে নেইমার বলেন, ‘আমার হাতে কিছু নেই। আমি প্রতিদিন নিজের যত্ন নিই, প্রতিদিন নিজেকে প্রস্তুত করি। ফুটবল খেলার জন্য যা দরকার, তা আমাকে করতে হয়। যেদিন থেকে আমি নিজের যত্ন নিতে পারব না, সেদিন থেকে আর ফুটবল খেলব না। মানুষকে বুঝতে হবে, তারা যেমন কল্পনা করেন, আমার জীবন তেমন নয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ