পঞ্চগড় পৌর এলাকার কাগজিয়া পাড়া কবরস্থানে কবর খুঁড়ে পাঁচটি কঙ্কাল চুরির ঘটনা ঘটে। রবিবার গভীর রাতে পঞ্চগড় পৌরসভার কাগজিয়া পাড়া এলাকায় পঞ্চগড় সুপার মিল এলাকার ট্রেনিং কমপ্লেক্স ও ঈদগা মাঠ সংলগ্ন কবরস্থানে এ ঘটনাটি ঘটে।
এদিকে সোমবার সকালে তেলিপাড়া গ্রামের আব্দুল কাদের তার বাবার কবর জিয়ারত করতে গেলে চোখে পড়ে খোঁড়া কবর ও ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাটি। বিষয়টি তার মাধ্যমে জানাজানি হওয়ার পরপরই অনেকে ঘটনাস্থলে ছুটে যান। একই সাথে ছুটে যান মৃত ব্যক্তিদের ব্যক্তিদের স্বজনেরা।
এই অমানবিক ও রহস্যজনক ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তদন্তে যায় পুলিশ।