শিরোনাম:
বৃহস্পতিবার ইসরাইলের গাজায় বিমান হামলায় ৭০ ফিলিস্তিনি নিহত ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে জাপানে ভিড় জমাচ্ছেন রুশ পর্যটকেরা জানুয়ারিতে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে চমক রাখছে বাংলাদেশ ইস্তাম্বুলের মেয়র ইমামগুলোর গ্রেফতারের জেরে হাজারো মানুষের বিক্ষোভ অপারেশন ডেভিল হান্টে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার কিশোরগঞ্জে এক ইউপি সদস্যের ঘরে ভিজিএফ এর ১২৮ বস্তা চাল উদ্ধার জনগণ দ্রুত নির্বাচন ও ভোটাধিকার ফেরত চাই চাঁপাইনবাবগঞ্জে ডিবি পরিচয় ছিনতাইয়ের অভিযোগে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা জামালপুরে নয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিয়েছে হামাস তেল আবিবে রকেট হামলা
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৩:৫০ অপরাহ্ন

পর্যাপ্ত জায়গার অভাবে বসানো যাচ্ছে না সোলার প্ল্যান্ট

প্রতিনিধির / ২৩৪ বার
আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
পর্যাপ্ত জায়গার অভাবে বসানো যাচ্ছে না সোলার প্ল্যান্ট
পর্যাপ্ত জায়গার অভাবে বসানো যাচ্ছে না সোলার প্ল্যান্ট

জীবাশ্ম জ্বালানি বা তেল, গ্যাস ও কয়লার মাধ্যমে দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বর্তমানে ২৫ হাজার ৭৩০ মেগাওয়াট। বিপরীতে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ৯১২ মেগাওয়াট। যা মোট উৎপাদনের ৪ শতাংশেরও কম। যদিও ২০২১ সালের মধ্যে মোট চাহিদার ১০ শতাংশ যোগান দেয়ার কথা ছিল নবায়নযোগ্য শক্তি থেকে। কিন্তু জীবাশ্ম শক্তির মাধ্যমে উৎপাদনের পরিমাণ দ্রুত বেড়ে যাওয়ায় অবহেলায় স্থবির এ খাত।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ড. গোলাম সরওয়ার ই কায়নাত সময় সংবাদকে বলেন, ফসিল ফুয়েল (জীবাশ্ম জ্বালানি) ক্রমাগত অনেক বেশি হারে বৃদ্ধি পেয়েছে, সেই তুলনায় সোলার উৎপাদন অতটা বাড়েনি। ফলে এখানে রেশিওটা আমরা ১০ শতাংশে আনতে পারিনি।

দেশে প্রাকৃতিক শক্তি ব্যবহারের যথেষ্ট সুযোগ থাকা সত্ত্বেও পর্যাপ্ত জায়গার অভাবে বড় পরিসরে বসানো যাচ্ছে না সোলার প্ল্যান্ট। এ দাবি টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা)। তাদের মতে, এর উৎপাদন খরচ কম এবং অবকাঠামোগত সুবিধার কমতি না থাকা সত্ত্বেও দেশে পূরণ হয়নি পরিবেশবান্ধব নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য।

তিনি আরও বলেন, বাংলাদেশে জায়গার পরিমাণ অনেক কম; আর চাইলেই সব জায়গায় সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি না। আমাদের দেশে এখন পর্যন্ত সোলার সিস্টেমটাই লক্ষণীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন করছে।

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. তারেক আলী বলেন, ‘আমরা যদি সোলার সিস্টেমটাকে পুরোপুরি একটা প্ল্যানের আওতায় এনে আগাই তাহলে এই সোলার সেল বা পাওয়ার প্ল্যান্ট থেকে যথেষ্ট পরিমাণ নবায়নযোগ্য শক্তি পাব। আমাদের আসলে দ্রুতই এই ট্রানজেশন পেজে (রূপান্তর পর্ব) যেতে হবে। সারা বিশ্ব এখন ফসিল ফুয়েলের ওপর তাদের নির্ভরতা কমাচ্ছে।

উৎপাদন বাড়াতে হাতিরঝিলসহ নগরীর অব্যবহৃত জায়গাগুলোতেও সোলার প্ল্যান্ট করার পরিকল্পনার রয়েছে স্রেডার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ