পার্থে সিরিজের শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে পাকিস্তান।এতে ২২ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতলো পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৪০ রানেই গুটিয়ে যায় অসিরা।
১৩৯ বল আর ৮ উইকেট হাতে রেখে টপকে যাই পাকিস্তান। ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিলে সফরকারীরা।সবশেষ ২০০২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিল পাকিস্তান।
১৪১ রানের মামুলি লক্ষ্যে নেমে দুই পাক ওপেনার আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব আনেন দারুণ শুরু। সহজে রান বাড়িয়ে দলকে জেতার দিকে নিয়ে যান তারা। উদ্বোধনী জুটিতে ওঠে ৮৪ রান। ল্যান্স মরিসের বলে ৫৩ বলে ৩৭ করে ফেরেন শফিক। ৫২ বলে ৪২ করে কিছুক্ষণ পর সাইমও শিকার হন মরিসের। এরপর অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়েন রিজওয়ান ও বাবর আজম।
মেলবোর্নে ১ম ম্যাচে ২ উইকেটে যেতে অস্ট্রেলিয়া
এডিলেডে ২য় ম্যাচে ৯ উইকেটে যেতে পাকিস্তান
পার্থে ৩য় ম্যাচে ৮ উইকেটে জিতে সিরিজ জিতলো পাকিস্তান
ম্যাচ ও সিরিজ সেরা হারিস রউফ