বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

পায়রা বন্দর কর্তৃপক্ষে একাধিক পদে চাকরির সুযোগ

প্রতিনিধির / ১৮৭ বার
আপডেট : শনিবার, ১ অক্টোবর, ২০২২
পায়রা বন্দর কর্তৃপক্ষে একাধিক পদে চাকরির সুযোগ
পায়রা বন্দর কর্তৃপক্ষে একাধিক পদে চাকরির সুযোগ

পায়রা বন্দর কর্তৃপক্ষ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনকৃত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পুর প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা

২. পদের নাম: সুপারিনটেনডেন্ট (লাইট ও মুরিং)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিদ্যা/ফলিত পদার্থ বিদ্যা/গণিত/ফলিত গণিতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা বিদ্যুৎ প্রকৌশলে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩৫ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৩. পদের নাম: সহকারী পরিচালক (অর্থ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ফিন্যান্স/মার্কেটিং/ব্যবস্থাপনা/অর্থনীতিতে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং/ফিন্যান্স বিষয়ে মেজরসহ এমবিএ ডিগ্রি: তবে সিএ বা সিএমএ সার্টিফিকেটধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৪. পদের নাম: সহকারী ড্রেজিং মাস্টার
পদসংখ্যা: ১
যোগ্যতা: তৃতীয় শ্রেণির ডিটিপি সার্টিফিকেট; অথবা তৃতীয় শ্রেণি (ডেক) কম্পিটেন্সি সার্টিফিকেট এবং বিদেশগামী জাহাজে সেকেন্ড অফিসার হিসেবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩৫ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৫. পদের নাম: হাইড্রোগ্রাফার (ফিল্ড)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণিত/ফলিত গণিত/ভূগোল/পদার্থ বিজ্ঞান/রসায়ন/ফলিত পদার্থ বিজ্ঞানে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৬. পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি; এক বছরের ইন সার্ভিস প্রশিক্ষণ এবং সার্জারি/অর্থোপেডিকস/মেডিসিন/গাইনি/কার্ডিওলজি/পেডিয়েট্রিকস/চক্ষু/ইএনটি/রেডিওগ্রাফি ইত্যাদির ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩৫ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

৭. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৮. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও যোগ্যতা শিথিলযোগ্য
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

৯. পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা-ইন-নার্সিং এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩৫ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

১০. পদের নাম: নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি। বর্ণাদ্ধ হতে পারবে না; রক্তচাপ স্বাভাবিক; দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস ‘বি’ নিগেটিভ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩৫ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

১১. পদের নাম: ট্রাফিক ইন্সপেক্টর
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি; সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা টাইপিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৪০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

১২. পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহার–সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ এবং ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

১৩. পদের নাম: সহকারী ট্রাফিক ইন্সপেক্টর
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা টাইপিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩৫ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

১৪. পদের নাম: উচ্চ বহিঃসহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। ইংরেজি ও বাংলা টাইপিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

১৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহার–সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ের গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৬. পদের নাম: ল্যান্ড সার্ভেয়ার
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। কোনো ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সার্ভে ফাইনাল সার্টিফেকেট বা ডিপ্লোমা ইন সার্ভে টেকনোলজি ডিগ্রি।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৭. পদের নাম: নিম্নমান বহিঃসহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং ইংরেজি ও বাংলা টাইপিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৮. পদের নাম: জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী এবং ইংরেজি ও বাংলা টাইপিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১৯. পদের নাম: জুনিয়র অডিট অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: বাণিজ্যে দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী এবং ইংরেজি ও বাংলা টাইপিংয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

২০. পদের নাম: সহকারী সাব ইন্সপেক্টর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি। বর্ণাদ্ধ হতে পারবে না; রক্তচাপ স্বাভাবিক; দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস ‘বি’ নিগেটিভ হতে হবে।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

২১. পদের নাম: সুকানি
পদসংখ্যা: ১
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ নিয়ে এসএসসি বা সমমান পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩৫ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা

২২. পদের নাম: নিরাপত্তা রক্ষী
পদসংখ্যা: ১
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএ নিয়ে এসএসসি বা সমমান পাস। প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি; বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, প্রসারণ কমপক্ষে ৩২ ইঞ্চি। ৪০০ মিটার দৌড়: ৮০ সেকেন্ড। সাঁতার জানতে হবে। বর্ণাদ্ধ হতে পারবে না; রক্তচাপ স্বাভাবিক; দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস ‘বি’ নিগেটিভ হতে হবে। নক নি ও ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে।
বয়স: ২০২২ সালের ১ সেপ্টেম্বর অনূর্ধ্ব ৩০ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি, ফি জমাদান ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে vas.query@teletalk.com.bd এবং recruitment.ppa17@gmail.com ঠিকানায় মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৬ নম্বর পদের জন্য ৬০০ টাকা; ৭ থেকে ৮ নম্বর পদের জন্য ৫০০ টাকা; ৯ থেকে ১০ নম্বর পদের জন্য ৩০০ টাকা; ১১ থেকে ২০ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ২১ থেকে ২২ নম্বর পদের জন্য ১০০ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ অক্টোবর থেকে ৯ নভেম্বর ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ