শিরোনাম:
গণমাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক প্রচারে নিষেধাজ্ঞা দিলো ট্রাইবুনাল চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় মূল আসামি গ্রেফতার ভারতের পাচারের সময় ৬ হনুমান উদ্ধার সাতক্ষীরাতে ইজরায়েল হামলায় গাজায় আরো ৫০ জনের মৃত্যু নাম না থাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গিয়েও ফিরে এলেন কর্নেল অলি সংখ্যালঘুদের গুটি সাজিয়ে দেশে ঢুকার চেষ্টা আওয়ামীলীগের ভারত সাম্প্রদায়িক আগ্রাসন হলে বাংলাদেশও ছেড়ে কথা বলবে না চিন্ময় ইস্যুতে স্পষ্টভাবে কিছু জানে না মার্কিন প্রশাসন সাভারে দাফন করা ব্যক্তিটি হারিস চৌধুরীই ছিল রোজার সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকার আশ্বাস দিলেন অর্থ উপদেষ্টা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ অপরাহ্ন

পুলিশের ছিনতাই করা জিনিসপত্র উদ্ধার;গ্রেপ্তার ৬

প্রতিনিধির / ২১১ বার
আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
পুলিশের ছিনতাই করা জিনিসপত্র উদ্ধার;গ্রেপ্তার ৬
পুলিশের ছিনতাই করা জিনিসপত্র উদ্ধার;গ্রেপ্তার ৬

বগুড়ার সোনাতলা থানা পুলিশের সাদা পোশাকের দল একটি মামলার নারী ভিকটিমকে ঢাকা থেকে উদ্ধারের পর মাইক্রোবাসে করে ফিরছিলেন। মাইক্রোবাসটি ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা তাতে ঢিল ছুঁড়ে মারে।

ঢিলের আঘাতে মাইক্রোবাসে থাকা ভিকটিমের চাচা শহিদুল ইসলামের মাথায় রক্তপাত শুরু হয়। তখন চালক মাইক্রোবাসটি সড়কের পাশে থামিয়ে আহতের মাথায় গামছা বেঁধে রক্তপাত বন্ধের চেষ্টা করছিলেন।এসময় ডাকাত দলের সদস্যরা গাড়ির পিছন দিক থেকে এসে দেশীয় অস্ত্রের মুখে পুলিশের ব্যবহৃত জিনিসপত্র ও অফিসিয়াল কাজে ব্যবহৃত একটি ব্যাগ ছিনিয়ে নেয়। এতে বাধা দিলে মাইক্রোবাসে থাকা সোনাতলা থানার কনস্টেবল আবুল কালামকে ছুরিকাঘাত করা হয়।

সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশের মাইক্রোবাস থেকে ছিনতাই করা জিনিসপত্র উদ্ধার এবং দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ছিনতাইয়ের চার দিন পর রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, “প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গাজীপুরের কোনাবড়ি ও সিরাজগঞ্জের কয়েকটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া জিনিসপত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।”

গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জ শহরের রায়পুর উত্তর পাড়ার তুষার আহম্মেদ ওরফে ইউসুফ খাঁন (২২), সয়াধানগড়া মহল্লার আব্দুল মোতালেব হোসেন (২৬), চর মালসাপাড়ার আব্দুল লতিফ খান (২১), শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতি গ্রামের ওয়াজেদ আলী (৩৪), চক শিয়ালকোল গ্রামের সোহেল রানা (২৮) ও সয়দাবাদ ইউনিয়নের পুর্ব মোহনপুর গ্রামের ইনামুল হক আশিক (১৯)।

উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে, পুলিশের কাছ ছিনতাই হওয়া একটি হ্যান্ডকাপ, একটি ওয়াকিটকি, একটি পোশাক, তিনটি মোবাইল, একটি মানিব্যাগ, ক্রেডিট কার্ড একটি ও নগদ ছয় হাজার ২০০ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি বার্মিজ চাকু ও একটি চাপাতি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান আরও জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সদর উপজেলার মূলিবাড়ি থেকে কড্ডা এলাকার মধ্যে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ