মাদারীপুরে জার্মান প্রবাসীর ঘরের দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও নগর টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (১৫ অক্টোবর) দুপুরে একজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার পশ্চিম রাস্তি গ্রামের মামুন মাতুব্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। দুপুরে থানায় অভিযোগ দায়ের করা হলে জসিম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে থানা পুলিশ।মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘ঘটনাটি শোনার পরে আমিসহ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে বিষয়টি ডাকাতি মনে হয়নি। পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে বাড়িতে হামলা করেছে বলে মনে হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার থানায় মামলা দিয়েছে, এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ভুক্তভোগীর বাবা দেলোয়ার মাতুব্বর জানান, মধ্যরাতে ১২ থেকে ১৫ জনের একদল দুর্বৃত্তরা বাড়ির জানালার গ্রিল ও দেয়ার ভেঙে ঘরে প্রবেশ করে। বাড়িতে পুরুষ মানুষ না থাকায় নারীদের অস্ত্রের মুখে জিম্মি করে দুর্বৃত্তরা। এ সময় আলমীরা ও সোকেস ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়।