সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচের জন্য জাসপ্রিত বুমরাহর বদলি হিসেবে মোহাম্মদ সিরাজকে স্কোয়াডে নিয়েছে ভারত। ২ অক্টোবর গৌহাটিতে দ্বিতীয় টি-টুয়েন্টির আগেই সিরাজ দলের সঙ্গে যোগ দেবেন।
শ্রীলঙ্কার বিপক্ষে গত ফেব্রুয়ারিতে সবশেষ টি-টুয়েন্টি খেলেছেন সিরাজ। ৫ টি-টুয়েন্টিতে ২৮ বর্ষী পেসার ১০.৪৫ ইকোনমি রেটে নিয়েছেন ৫ উইকেট।
পিঠে ব্যথা থাকায় বুমরাহ প্রথম ম্যাচে খেলতে পারেননি। পরে গোটা সিরিজে তো বটেই, আসন্ন বিশ্বকাপ থেকেও তিনি ছিটকে গেছেন বলে ভারতের ক্রিকেট বোর্ডের বরাতে জানিয়েছে দেশটির গণমাধ্যম। যদিও অফিসিয়ালি খবরটি নিশ্চিত করেনি বিসিসিআই।
বুমরাহ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেটির চূড়ান্ত সিদ্ধান্ত হবে বেঙ্গালুরুতে তার পিঠের নিচের অংশে স্ক্যান করানোর পর। রিপোর্ট ঠিক করে দেবে বাকি গতিপথ।